DailyMoulvibazar.com
মৌলভীবাজারবুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. এভিয়েশন
 6. করোনা সর্বশেষ
 7. কৃষি ও প্রকৃতি
 8. ক্যাম্পাস
 9. খেলা
 10. গণমাধ্যম
 11. চাকুরি
 12. ছোটদের পোস্ট
 13. জাতীয়
 14. জোকস
 15. ট্যুরিজম
আজকের সর্বশেষ সবখবর

নাসিরের সাবেক প্রেমিকা সুবাহকে বিয়ে করছেন গায়ক ইলিয়াস

নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:: ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। সুবাহর সঙ্গে সংগীতশিল্পী ইলিয়াসের প্রেমের গুঞ্জন চাউর হয় মাস খানেক আগে। সে সময় সুবাহ নিজেই নতুন প্রেমের কথা জানিয়েছিলেন। তবে প্রেমিক কে সে কথা জানাননি তিনি।

আজ বৃহস্পতিবার সুবাহ নিজের ফেসবুকে গায়ক ইলিয়াসের সঙ্গে গায়ে হলুদের দুটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লাভ ইমো ছাড়া কিছুই দেননি।

নাসিরের সাবেক প্রেমিকা সুবাহকে বিয়ে করছেন গায়ক ইলিয়াস

ছবিতে দুজনকে গায়ে হলুদ দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ইলিয়াসের গালে চুমুও দিচ্ছেন সুবাহ। আর সেই পোস্টে অনেকেই তাদের জানাচ্ছেন শুভ কামনা।

ছবির সূত্র ধরে সুবাহর কাছে জানতে চাওয়া হয় ইলিয়াসকে বিয়ে করেছেন কি না? উত্তরে সুবাহ বলেন, বিয়ের ছবি না গায়ে হলুদের ছবি পোস্ট করেছি।

তবে গায়ে হলুদ কোথায় কখন হয়েছে এ প্রশ্ন করলে এড়িয়ে যান সুবাহ। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন আগেই গায়ে হলুদ ও বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। এখন তার স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করছেন।

নবাগত নায়িকা সুবাহ ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি।

অন্যদিকে ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পান।

DailyMoulvibazar.Com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।