DailyMoulvibazar.com
মৌলভীবাজারবুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. এভিয়েশন
 6. করোনা সর্বশেষ
 7. কৃষি ও প্রকৃতি
 8. ক্যাম্পাস
 9. খেলা
 10. গণমাধ্যম
 11. চাকুরি
 12. ছোটদের পোস্ট
 13. জাতীয়
 14. জোকস
 15. ট্যুরিজম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে ৯ ইউনিয়নে নৌকা ৬টিতে ও বিএনপি ৩ টিতে বিজয়ী

নিউজ ডেস্ক
জানুয়ারি ৬, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পঞ্চম ধাপের (৫ জানুয়ারী) ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৬ ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীকের ৩ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১ নং মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীক নিয়ে মো. মিছলু আহমেদ চৌধুরী, ২ নং ভুনবীর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) প্রতীক মো. আব্দুর রশীদ তালুকদার, ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীক মো. দুদু মিয়া, ৪ নং সিন্দুরখাঁন ইউনিয়নে স্বতন্ত্র (ঘোড়া) প্রতীক মো. ইয়াছিন আরাফাত রবীন, ৫ নং কালাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব, ৬ নং আশিদ্রোন ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীক রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, ৭ নং রাজঘাট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক বিজয় বুনার্জী, ৮ নং কালিঘাট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী প্রাণেশ গোয়ালা ও ৯ নং সাতগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) দেবাশীষ দেব রাকু বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের ১০০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী তারা নির্বাচিত হন। শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা দুইলক্ষ ১৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার একলক্ষ ৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার রয়েছেন একলক্ষ ৫ হাজার ৮৭৬ জন।

DailyMoulvibazar.Com এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।